নিজেই বার্তার উত্তর দেবে অ্যানড্রয়েড মেসেজেস অ্যাপ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৮, ০১:১৭

জাগরণীয়া ডেস্ক

ব্যবহারকারীর কাছে আসা বার্তা পর্যালোচনা করে নিজ থেকেই উত্তর পাঠাবে বার্তা ও ভিডিও বিনিময়ের অ্যাপ ‘অ্যানড্রয়েড মেসেজেস’। এ জন্য অ্যাপটিতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ সেবা যুক্ত করছে গুগল।

ইতোমধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যক্তির ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও করছে তারা। সব কিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই ফিচারটি চালু হবে। ফিচারটি ব্যবহারের জন্য ডিভাইসের বার্তা পড়ার অনুমতি প্রয়োজন হবে। ফলে ব্যবহারকারীদের বিনিময় করা সব বার্তা সম্পর্কেই জানতে পারবে গুগল।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত