আসছে ফোর্ডের ইলেক্ট্রিক গাড়ি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ০০:৫১

জাগরণীয়া ডেস্ক

২০২২ সালের মধ্যে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড।

ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ড এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ইলেক্ট্রিক গাড়ি তৈরিতে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফোর্ড। আগামি পাঁচ বছরের মধ্যে ফোর্ডের সম্পূর্ণ ইলেক্ট্রিক ও হাইব্রিড মানের ৪০টি যানবাহন উন্মুক্ত করা হবে।

নতুন মডেলের গাড়ি নির্মাণের পরিবর্তে জনপ্রিয় মডেলগুলোকে ইলেকট্রিকে রুপান্তর করে বাজারে ছাড়তে যাচ্ছে ফোর্ড। ইলেকট্রিক গাড়িকে শুরুতে জনপ্রিয় করার জন্যই এটাই বাজার কৌশল বলে মনে করছে ফোর্ড।

উল্লেখ্য, মূলত কার্বন নিঃসরণ কমানোর জন্য পরিবেশবাদীদের দ্বারা প্রচন্ড চাপের মুখে আছেন বিশ্বের বিভিন্ন দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। জেনারেল মোটরস, টয়োটা ও ভক্সওয়াগন ইতিমধ্যে ইলেকট্রিক গাড়ি নির্মাণে তাদের পরিকল্পনার কথা জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত