সন্ধান মিলল পৃথিবীর মতো আরও ২০ গ্রহের

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৭, ১৩:২৯

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সৌরমণ্ডলের বাইরে প্রাণ খুঁজতে গিয়ে ‘কেপলার’ মহাকাশযান পৃথিবীর মতো সৌরজগতে আর ২০ গ্রহের সন্ধান পেয়েছে। 

বিজ্ঞানীদের মতে, মোট ২১৯টি ভিনগ্রহের সন্ধান মিলেছে এই কেপলার মিশনে। যার মধ্যে ২০টি একেবারেই পৃথিবীর মতো পাথুরে। নাসা জানিয়েছে, এই ভিনগ্রহগুলোর সঙ্গে পৃথিবীর সাদৃশ্য রয়েছে। এজন্য এদের বলা হচ্ছে, ‘রকি প্ল্যানেট’। আবহাওয়াতেও কিছু সাদৃশ্য রয়েছে। এছাড়া নিজেদের মতো পাক মারছে কোনো না কোনো নক্ষত্রের চার পাশে। 

নাসার বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর সঙ্গে ‘কেওআই-৭৯২৩.০১’ নামক গ্রহটির সবচেয়ে বেশি মিল রয়েছে। এটি পৃথিবীর ব্যাসের চেয়ে ৯৭ শতাংশ বেশি। এখানে বছর ৩৯৫ দিনে হয়। আমাদের নীলাভ গ্রহের চেয়ে অনেক বেশি ঠাণ্ডা এই গ্রহ। 

কেপলার মিশনের অন্যতম প্রধান গবেষক জেফ কাফলিন কৌতুক করে বলেছেন, চাইলে মহাকাশযানে চড়ে পাড়ি জমাতে পারেন এই গ্রহগুলোতে।

প্রসঙ্গত, কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি) বিগত কয়েক বছরে মোট চার হাজার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল। যাদের মধ্যে দুই হাজার ৩৩৫টি গ্রহ সম্বন্ধে জানা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত