গুগল ম্যাপসে ভিডিও সুবিধা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:২১

জাগরণীয়া ডেস্ক

গন্তব্য দেখার পাশাপাশি এবার ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট স্থানের আশপাশের ভিডিও দেখার সুবিধা দিচ্ছে গুগল ম্যাপস।

নতুন এ সুবিধা দিতে ম্যাপিং সেবায় দুই সপ্তাহ আগে গুগল ‘লোকাল গাইডস’-এ এই ফিচার যোগ করে।

ম্যাশেবলের খবরে বলা হয়েছে, ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে পাওয়া যাচ্ছে। বর্তমানে শুধু গুগল ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে ব্যবসার পরিধি বিস্তারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এভাবে ভিডিও আপলোড সুবিধা পাবেন।

এ ফিচারের সাহায্যে গুগল ম্যাপসে নির্দিষ্ট স্থানের নাম, ঠিকানা ও ছবি যোগ করা ছাড়াও সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যাবে। এতে করে নির্দিষ্ট গন্তব্যের দিক-নির্দেশনা দেখার সময় ওই স্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকি পথের পাশে থাকা বিভিন্ন রেস্তোরাঁর ভেতরের ছবি বা খাবারের মেন্যুও ভিডিও আকারে দেখা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত