অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও পাবে যেসব স্মার্টফোন

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৭, ১৯:০৩

জাগরণীয়া ডেস্ক

সার্চ জায়ান্ট গুগল আগামী অ্যান্ড্রয়েড অপারেটিস সিস্টেমের নাম ঘোষণা করেছে। এবার আসছে বিখ্যাত ‘ওরিও’। কালো চকলেটের যে বিস্কুটটা খুললেই সারা ক্রিম বেরিয়ে আসে, সেই ওরিও এবার অ্যান্ড্রয়েড হয়ে আসছে। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও বেটা সংস্করণ ছাড়া হয়েছে কয়েক মাস আগে। স্বল্প পরিসরে পরীক্ষা চলছে। আরো কয়েক সপ্তাহ লেগে যাবে সবার কাছে পৌঁছতে। এটাকে সবাই ‘অ্যান্ড্রয়েড ও’ বলে ডাকছেন।

তবে সব ব্র্যান্ডের সব মোবাইলে এত দ্রুত পাওয়া যাবে না। তবে কয়েকটি হ্যান্ডসেট আসামাত্র আপডেট দেবে। প্রথমেই গুগলের ফোনগুলোতে মিলবে এটা। তবে সব ফোনে নয়।

পিক্সেল, পিক্সেল এক্সএল, নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬পি, নেক্সাস প্লেয়ার আর পিক্সেল সি-তে চলে আসবে আপডেট।

স্যামসাংয়ের কিছু মোবাইলে আসবে। স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস, গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৭ এজ, গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এ৩, গ্যালাক্সি এ৫, গ্যালাক্সি এ৭, গ্যালাক্সি এ৮, গ্যালাক্সি জে৭ ম্যাক্স, গ্যালাক্সি জে৭ প্রো, গ্যালাক্সি জে৭ প্রাইম, গ্যালাক্সি এ৯, গ্যালাক্সি এ৭, গ্যালাক্সি এ৫ আর গ্যালাক্সি এ৮-এ মিলবে অ্রান্ড্রয়েড ৮.০।

সনি ব্র্যান্ডের সনি এক্সজেড প্রিমিয়াম, এক্সপেরিয়া এক্সজেডএস, এক্সপেরিয়া এক্সএ১, এক্সপেরিয়া এল১, এক্সপেরিয়া এক্স কম্প্যাক্ট, এক্সপেরিয়া এক্সডেজ, এক্সপেরিয়া এক্স পারফরমেন্স, এক্সপেরিয়া এক্স আর এক্সপেরিয়া এক্সএ১ আল্ট্রা যারা ব্যবহার করেন তাদের পোয়াবারো।

এইচটিসি ব্র্যান্ডের ইউ ১১-তে মিলবে এই সংস্করণ। ওয়ানপ্লাস ৫, ওয়ানপ্লাস ৩টি আনর ওয়ানপ্লাস ৩-তে পাওয়া যাবে নতুন অপারেটিং সিস্টেম।

নকিয়া ৬, নকিয়া ৫ এবং নকিয়া ৩-তে আসবে অ্যান্ড্রয়েড ও।

আসুস ঘোষণা করেছে, তাদের জেনফোন সিরিজ ৩ এবং ৪-এ দেবে ওরিও। মাইক্রোম্যাক্সের ক্যানভাস ইনফিনিটি দেবে এই সংস্করণ। এসেনশিয়াল পিএইচ-১ ফোনটিতেও মিলবে ওরিও।

সূত্র: গেজেট স্নো 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত