ঈদের সময় বখাটেদের উৎপাত প্রসঙ্গে

প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৭:২৭

মাসরুফ হোসেন

দুদিনের ছুটিতে বাসায় এসেছি, এর মাঝে প্রচন্ড বিরক্তি, ঘৃণা আর বিবমিষা নিয়ে ঈদের দিন স্ট্যাটাসটি লিখছি। জানতে পারলাম, ঈদের সময় রিকশা থামিয়ে এক দল বখাটে বিভিন্ন এলাকায় মেয়েদের একটি কোকের বোতল বা ফুল ধরিয়ে দিয়ে সেলামি দাবি করছে এবং না দিলে নানারকম হয়রানি করছে।

আপনি যদি এ ধরণের পরিস্থিতির শিকার হন, নীচের কথাগুলো মনে রাখলে উপকৃত হবেন-

এক) সব বিপদের প্রথম সূত্র এটাই-ভয় পাবেন না। যত ভয় পাবেন এরা তত আপনার উপর চেপে বসবে। আপনার কথাবার্তা বা আচার আচরণ যেন ভয় পাচ্ছেন এরকম না হয়।

দুই) কোন অবস্থাতেই এদের দাবী মানবেন না। চিৎকার করুন, লোক জড়ো করুন।

তিন) সন্দেহ হওয়ামাত্র ছবি তুলুন। আপনাকে হ্যারাস করছে এটি ভিডিও করুন, ফেসবুকে লাইভ অপশনে গিয়ে সরাসরি সম্প্রচার করুন।

চার) আগে থেকেই নিকটস্থ থানার ডিউটি অফিসারের নাম্বার সেভ করে রাখুন। বিপদ বুঝলেই ফোন দিন। আপনার অবস্থান জানান এবং টহল দল পাঠাতে বলুন।

পাঁচ) অন্তত: দুই তিন জন অফিসারের নম্বর সেভ রাখুন, কেউ না কেউ ফোন ধরবেই।

ছয়) এই কথাটা বার বার বলি, বিপদ আসার জন্য অপেক্ষা করবেন না, সেল্ফ ডিফেন্স শিখুন। এটা বিলাসিতা নয়, জীবন ধারণে প্রয়োজনীয়। Fitness can add years in your life but self defence can add decades.

সাত) নিকটস্থ পুলিশের কাছে সহায়তা নিন। সে সহায়তা না করলে তার ছবি তুলুন এবং ওই এলাকার এসপি বরাবর অভিযোগ দিন।

আট) নিজেকে রক্ষা করতে এইসব বখাটেদের প্রয়োজনে শারীরিকভাবে আঘাত করতে পারেন, এটি বেআইনী নয়।

নয়) সমাজের ভয় পাবেন না। কোন বখাটের উৎপাতের শিকার হলে সেই সমাজই যদি আপনার দিকে আঙুল তোলে, আপনিও সমাজকে মধ্যমা (middle finger) প্রদর্শন করুন।

দশ) বান্দরবানে পুলিশি সহায়তা লাগলে প্রয়োজনে সরাসরি আমাকে জানাতে পারেন। ছুটিতে থাকলেও ইনবক্স খোলা থাকবে।

ঈদ মোবারক!

মাসরুফ হোসেন এর ফেসবুক থেকে
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বান্দরবান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত