'মেয়ে হয়ে কেনো ধূমপান করছে'!

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৭, ২২:৫৮

পারভেজ আলম

আপনি যদি পুরুষ রাজনীতিক না হন, তাহলে সব সময় চার দেয়ালের মধ্যে ধূমপান করতে হবে। সরকারের পুরুষ মন্ত্রীদের মতো মিডিয়ার সামনে ধূমপান দূরে থাকুক, রাজপথে আন্দোলনে থাকাকালিন সময়েও সিগারেট ধরাতে পারবেন না। যদি কেউ সেই ছবি তুলে পত্রিকায় ছাপে, অথবা সোস্যাল মিডিয়ায়? তখন কি করবেন? আপনি তো পুরুষ না। 

আপনি যদি বঙ্গবন্ধু হতেন, অথবা ফিদেল; তখন বড় রাজনীতিক হওয়া সত্ত্বেও আপনার চুরুট অথবা পাইপ খাওয়ার ছবি কাউকে বিপথে নেয়ার অভিযোগে অভিযুক্ত হতো না। উলটা আপনার পাইপ লিজেন্ডারি পাইপ অথবা চুরুটটি বিপ্লবী চুরুটে পরিণত হতো। আজকে যদি শেখ হাসিনা ভ্যানে চড়ার বদলে সিগারেট খাওয়ার ছবি প্রকাশ করতো, তাহলে কি হতো চিন্তা করে দেখেছেন? 

পুরুষ একনায়কের জন্যে যা ফ্যাশনেবল হতে পারে, পুরুষের চোখে নারী একনায়কের জন্যে তাই হতে পারে গর্হিত অপরাধ। প্রগতিশীল কেউ হয়তো এসে বলবে, ধূমপান খারাপ তাই সমালোচনা করছি, এখানে কোন পুরুষতান্ত্রিক দোষ নেই। কেউ হয়তো বলবে, রাজনীতি করতে চাইলে পাবলিক স্পেসে ধূমপান করা উচিত না, নারী হোক বা পুরুষ। মূলত এই প্রগতিশীল পুরুষদের চাইতে নারীদের ধূমপান দেখে সরাসরি 'মেয়ে হয়ে কেনো ধূমপান করছে' প্রশ্ন তোলা অপ্রগতিশীল পুরুষেরা অনেকে বেশি সত্যবাদী।

পারভেজ আলম এর ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত