আবারো নগ্নছবি প্লেবয়ে

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০২

জাগরণীয়া ডেস্ক

এক বছরের বিরতির পর আবারো নগ্ন ছবির কাভারে ফিরছে এক সময় সর্বাধিক বিক্রিত ‘লাইফস্টাইল’ সাময়িকী প্লেবয়। যুক্তরাষ্ট্রের এই সাময়িকী তাদের মার্চ-এপ্রিল সংস্করণে নিজেদের পছন্দনীয় মডেলের ছবি ছেপে সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছে- ‘ন্যাকেড ইজ নরমাল’। 

এর আগে ২০১৬ সালে নিজেদের নীতি পরিমার্জন করে নগ্নতাকে বিদায় জানায় ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় বাজারে দাপিয়ে বেড়ানো এই ‘লাইফস্টাইল’ সাময়িকী।

সে সময় প্রতিষ্ঠানটির মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, ইন্টারনেটে পর্নের ছড়াছড়ির কারণে নগ্নতা এখন সেকেলে হয়ে গেছে। আর সে কারণেই প্লেবয়ের মতো ম্যাগাজিন বাণিজ্যিকভাবে লাভজনক নয় এখন।

শুধু নগ্নতাই নয়, আগামী সংস্করণে ফিরিয়ে আনা হবে প্লেবয় ফিলোসফি, পার্টি জোকসের মতো জনপ্রিয় বিভাগগুলো।

তবে প্রচ্ছদে ‘সাবটাইটেল’ থেকে ছেঁটে ফেলা হচ্ছে ‘এন্টারটেইনমেন্ট ফর ম্যান’ কথাটি।

প্লেবয়-এর নতুন চিফ ক্রিয়েটিভ অফিসার ক্যুপার হেফনার মনে করেন, প্লেবয় এর পুরনো নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না।

এক টুইটে তিনি বলেন, “আজ আমরা আমাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছি এবং নিজেদের চেনাতে চাই।”

সোমবার টুইটে প্লেবয়-এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার লেখেন, “আমি স্বীকার করছি, নগ্নতা উপস্থাপনের আমাদের ধরনটা ছিল বেশ সেকেলে। 

হেফনারের ২৫ বছর বয়সী ছেলে বলেন, "নগ্নতা কখনো সমস্যা ছিল না, কারণ নগ্নতা সমস্যা নয়”।

এরকম উল্টো ঘোরার সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ‘সময়োপযোগী’ বলে মন্তব্য করলেও অনেকে আবার একে প্লেবয়ের কাটতি কমে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত