সুখী দাম্পত্যে গুরুত্বপূর্ণ সুখী যৌনতা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১২:১৭

জাগরণীয়া ডেস্ক

বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যৌনতা। আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। 

পিউ ইউএস রিলিজিয়াস ল্যান্ডস্কে স্টাডি নামে পরিচালিত জরিপটিতে ৩৫ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। সুখী জীবনের উপায় হিসেবে জরিপে অংশ নেয়া ৬১ শতাংশ দম্পতিরা জানান, যৌন জীবনে সন্তুষ্টি তাদের এ সুখী বিবাহিত জীবন গড়তে ভূমিকা রেখেছে।
৫৬ শতাংশ উত্তরদাতা 'গৃহস্থালি কাজের ভাগাভাগি'র কথা বলেন। এ ছাড়া ৪৭ শতাংশ উত্তরদাতা 'ধর্মীয় বিশ্বাস বিনিময়', ও ৪৩ শতাংশ 'সন্তান নেয়া'র কথা বলেন। এ ছাড়া পর্যাপ্ত আয়ের বিষয়টিকে গুরুত্ব দেন ৪২ শতাংশ উত্তরদাতা।

গবেষক ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিদ অধ্যাপক এলি ফিনকেল বলেছেন, বিয়ে একটি সামাজিক নির্মাণ এবং এটি মানুষের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই দাম্পত্য জীবনকে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত