সেতু/ব্রিজ/কালভার্টে গাড়ি চালনার বিষয়ে সাবধানতা

প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ০১:৫৬

জাগরণীয়া ডেস্ক

রাস্তার চেয়ে সেতুর প্রস্থ অনেক কম থাকে। সেতুর দু-পাশে রাস্তার মতো কোনো ধার বা সোল্ডার থাকে না। অর্থাৎ সেতু পারাপারে রাস্তার মতো সমান সুযোগ থাকে না। এছাড়া, নির্মাণ ত্রুটির কারণে অনেক বেশি উঁচু থাকে বিধায় আগত গাড়ি সজোরে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। তাই, সেতুর অনেক আগে থেকে গতি কমিয়ে সাবধানে সেতু পার হতে হবে।

অপেক্ষাকৃত বড় সেতুর মাঝের অংশ রাস্তার চেয়ে উঁচু হয় বিধায় দৃষ্টি বাঁধাগ্রস্থ হয় অর্থাৎ বিপরীতদিক থেকে আগত দেখা যায় না। এই ধরনের অবস্থায় গাড়ির গতি কমানোর পাশপাশি হর্ন বাজিয়ে বা ডিপার ব্যবহার করে নিজের অবস্থানকে বুঝাতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত