রাস্তার বাঁকে গাড়ি চালনার বিষয়ে সাবধানতা

প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ০১:৫৩

জাগরণীয়া ডেস্ক

রাস্তার বাঁকে গাড়ির উপর ড্রাইভারের নিয়ন্ত্রণ কমে যায় এবং দু-পাশ থেকে আগত গাড়ির চালকগণ সঠিক সময়ে একজন অন্যজনকে দেখতে পায় না বিধায় এটি সড়ক দুর্ঘটনার একটি অন্যতম স্থান। সড়ক দুর্ঘটনার একটি বিরট অংশ রাস্তার বাঁকে সংঘটিত হয়, যার মধ্যে গাড়ি উল্টে যাওয়া, সংঘর্ষ ইত্যাদি উল্লেখযোগ্য।

রাস্তার বাঁকে সড়ক দুর্ঘটনা প্রধান উপায় কম গতিতে (ট্রাফিক সাইনে নির্দেশিত/প্রদর্শিত গতিতে) সাবধানে গাড়ি চালনা করা। সোজা রাস্তায় যে-গতিতে চালালে গাড়ি নিয়ন্ত্রণে থাকে, বাঁকে গাড়ি নিয়ন্ত্রণ রাখতে হলে তার চেয়ে অনেক কম গতিতে চালাতে হবে।

রাস্তার বাঁকে দু-পাশে ঝোপঝাড়, গাছপালা, ঘরবাড়ি, দোকানপাট, বিলবোর্ড বা সাইনবোর্ড ইত্যাদি থাকার কারনে দৃষ্টি বাঁধাগ্রস্থ হয় অর্থাৎ বিপরীতদিক থেকে আগত গাড়ি দেখা যায় না। এই অবস্থায় গাড়ির গতি কমানোর পাশাপাশি হর্ন বাজিয়ে বা ডিপার ব্যবহার করে নিজের অবস্থানকে বুঝাতে হবে। বাঁকে ওভারটেক, পার্ক করা, যাত্রী ওঠানামা করানো সম্পূর্ণ নিষেধ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত