দ্রুত গতিতে গাড়ি চালনার পরিনতি

প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ০১:২৯

জাগরণীয়া ডেস্ক

সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দ্রুত গতিতে গাড়ি চালনা করা। দ্রুত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেমন বহুগুণে বেড়ে যায়, তেমনি আঘাতের মাত্রাও হয় অত্যধিক। মোটরযান আইনে নির্ধারিত গতির চেয়ে, অধিক বা দ্রুত গতিতে গাড়ি চালনা করা শাস্তিযোগ্য অপরাধ। এতে জেল-জরিমানা উভয়দন্ড হতে পারে।

দ্রুতগতিতে গাড়ি চালনার পরিণতি নিম্নে বর্ণনা করা হলো-
গাড়ি থামানোর দুরত্ব বেড়ে যায়।
দু-গাড়ির মধ্যবর্তী নিরাপদ দুরত্ব গতি বাড়ার সাথে সাথে বেড়ে যায় এবং চালক তা সহজে অনুমান করতে পারে না বিধায় পেছনে ধাক্কা লেগে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
রাস্তার গাড়ির চাকা সহজে পিছলে যায়।
চালক ট্রাফিক আইন ও সিগন্যাল ভালোভাবে বুঝার প্রয়োজনীয় সময় পায়না।
পথচারী দ্রুত গতিতে আগত গাড়ির গতি আঁচ করতে ভুল করে।
দ্রুত গতিতে অনেক্ষণ গাড়ি চালালে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটে। যেমন-ইঞ্জিন বেশি মাত্রায় গরম হয়ে বিকল হয়ে যাওয়া, ব্রেক কাজ না করা, চাকা ফেটে যাওয়া, গাড়ির স্প্রিং ও অন্যান্য যন্ত্রাংশ খুলে যাওয়া বা ভেঙ্গে যাওয়া ইত্যাদি।
আচমকা কিছু ঘটলে, দ্রুত গতির গাড়ি সহজেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।
দুর্ঘটনা এড়ানোর সঠিক সিদ্ধান্ত নেওয়া ও কোন কারনে ভুল হলে তা শোধরানোর সুযোগ ও সময় পাওয়া যায় না।
দ্রুত গতিতে গাড়ি চালালে ভুল সংশোধনের সুযোগ অনেক কমে যায়, ফলে মুহুর্তের অসচেতনতায় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত