গাড়িতে প্রবেশ এবং বের হওয়ার নিয়ম

প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ১৮:১৩

জাগরণীয়া ডেস্ক

গাড়িতে আরোহন (প্রবেশ) করা এবং গাড়ি হতে বের হওয়ার সময় রাস্তায় চলমান অন্যান্য গাড়ি, বিশেষ করে পেছনের দিক হতে আগত গাড়ির প্রতি লক্ষ রাখতে হবে।
যেখানে যানবাহন চলাচল করে, সেখানে বামদিকের দরজা ব্যবহার উঠতে ও বের হতে হবে।
গাড়ির ভেতরে প্রবেশ করার সময় আস্তে আস্তে দরজা খুলতে হবে এবং আশে পাশে গাড়ি চলাচল আছে কিনা তা ভালবাবে দেখেশুনে নিরাপদ অবস্থা থাকলে ভেতওে প্রবেশ করতে হবে।
গাড়িতে উঠে দরজা বন্ধ করার সময় দেখতে হবে, দরজার বাইওে কিছু (যেমন-পোশাকের অংশ ইত্যাদি) রয়ে গেল কিনা; তারপর দৃঢ়ভাবে টেনে দরজাটি ঠিকমত বন্ধ করতে হবে।
গাড়ি হতে বের হওয়ার আগে দরজার পাশে কেই আছে কি না লক্ষ্য করতে হবে, ধীরে ধীরে দরজা খুলতে হবে যাতে আগত গাড়ি বা মানুষ সতর্ক হতে পারে।
গাড়িতে চালক উঠা-নামার আগে এবং দরজা খোলার সময় খেয়াল করতে হবে কোনদিক থেকে কোন কিছু আসছে কি না। সবগুলো দরজা যথাযথভাবে বন্ধ করা হয়েছে কিনা তা চেক কওে নেওয়া ড্রাইভারের দায়িত্ব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত