তুলার উত্তেজনা প্রশমন জরুরি

প্রকাশ : ১৫ মে ২০১৭, ১২:২৯

জাগরণীয়া ডেস্ক

আজ জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। শুভ রং—গোলাপি, ফিরোজা, বেগুনি। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, হিরে। বিশিষ্ট ব্যক্তিত্ব—মহাকবি দান্তে, তেনজিং, মাধুরী দীক্ষিত। এবার জেনে নিন আপনার আজকের রাশিফল

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)  ঈর্ষাকাতর সহকর্মীদের পাশা উল্টে দিয়ে কর্মক্ষেত্রে অগ্রগতি। বাঁকা পথে উপার্জনের চেষ্টা বিপত্তি ডেকে আনতে পারে। চোরের উপদ্রবে ক্ষতির আশঙ্কা।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) বাক্যালাপে সংযমের অভাবে স্বজনবান্ধবের বিরাগভাজন হতে পারেন। ব্যবসায় ঊর্ধ্বগতি সত্ত্বেও আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই সমীচীন। কাছে পিঠে ভ্রমণের চিন্তা।

মিথুন (২২ মে-২১ জুন) নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। সন্তানের জেদ সাংসারিক পরিবেশ তিক্ত করে দিতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই) উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ। সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে কৃতিত্বের বিশেষ স্বীকৃতি। কিডনি বা লিভারের জটিলতায় দুর্ভোগ বাড়তে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) গোপনতা রক্ষায় শৈথিল্যের জেরে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা। বন্ধুর অনৈতিক কাজের প্রতিবাদ করায় দূরত্ব বেড়ে যেতে পারে। সংক্রমণে দুর্ভোগ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্বের চাপে ক্লান্তি ও অবসাদ। কপট বন্ধুর উস্কানিতে ভুল পথে যাওয়ার আশঙ্কা। চিত্রশিল্পী ও ভাস্করদের শুভ দিন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) দীর্ঘদিনের কোনো বন্ধুর কাছে প্রতারিত হওয়ার আশঙ্কা। উত্তেজনা প্রশমন জরুরি। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার আশা।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) ব্যবসায় জটিলতা অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। আন্তরিক ব্যবহারে অন্যদের প্রভাবিত করতে পারেন। পিত্তপ্রকোপে দুর্ভোগ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)  কর্মস্থলে জটিলতা এড়াতে বিকল্প কাজের সংস্থানে আশার আলো। রক্তচাপের আধিক্যে নানা রোগভোগ। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) আকস্মিক মন্দা উদ্বেগ বাড়াবে। স্বজনদের দুঃসময়ে পাশে দাঁড়াতে না-পারায় আত্মগ্লানি।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আর্থিক লেনদেন ঘিরে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি। হস্তশিল্পে নৈপুণ্যের সুবাদে বাড়তি উপার্জন। বক্ষঃপীড়ায় কাজে ব্যাঘাত।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ মিলতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত