বৃষ্টিতে চুল ভিজলে যা করবেন

প্রকাশ : ০২ জুন ২০১৬, ১৯:৩২

জাগরণীয়া ডেস্ক

চলে আসছে বর্ষাকাল। বৃষ্টি শুরু হয়ে গেছে এখুনি। আর তাই কাজে যাদের বাইরে বেরোতেই হয় তাদের প্রতিদিনকার ঝামেলা হয়ে উঠবে বৃষ্টিতে চুল ভিজে যাওয়া।

বৃষ্টিতে চুল ভিজে গেলে প্রথমেই শুকনো তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিতে হবে। বাইরে বের হবার সময় অবশ্যই মনে করে ব্যাগে একটি ছোট তোয়ালে রেখে দিন। ফ্যানের নিচে বসে চুলটা হালকা শুকিয়ে নিতে পারেন। এটা হচ্ছে সাময়িক পরিচর্যা।

বৃষ্টিতে ভেজা চুলের আসল যত্নটা নিন বাসায় পৌঁছে। অবশ্যই চুল শ্যাম্পু করে নিন। এ ঋতুতে চুল প্রতিদিন শ্যাম্পু করুন। এ ক্ষেত্রে কোমল শ্যাম্পু বেছে নিন। যদি প্রতিদিন শ্যাম্পুতে সমস্যা হয় তবে প্রাকৃতিক উপাদান দিয়ে চুল পরিষ্কার করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত