লিপস্টিক ক্ষতিকর!

প্রকাশ : ১২ জুন ২০১৬, ০২:০৮

জাগরণীয়া ডেস্ক

প্রসাধনের ক্ষেত্রে লিপস্টিক একটি জরুরি বিষয়। কিন্তু সেই লিপস্টিক ব্যবহারেই যদি দেখা দেয় স্বাস্থ্য ঝুঁকি?

বিশেষজ্ঞরা গবেষণায় দেখেছেন, একজন লিপস্টিক ব্যবহারকারী মহিলা দিনে সর্বোচ্চ ২০ বার পর্যন্ত লিপস্টিকের প্রলেপ দেন ঠোঁটে। আর এসব লিপস্টিক মুখের মধ্যে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষণার প্রধান অথার ড: ক্যাথরিন হ্যামন্ড মনে করেন, লিপস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে তা নয়, তবে এটা নিয়ে স্বস্তিকর কোন তথ্য নেই।

বোস্টন বিশ্ববিদ্যালয়ের সীসা প্রতিরোধ কর্মসূচির পরিচালক ড: সিয়ান পালফ্রে উল্লেখ করেছেন, এর সীসা শরীরে জমা হতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞগণ বলছেন, লিপস্টিক ও লিপ গ্লোসেস-এর ক্ষতিকর উপাদানের কথা বিবেচনায় এনে কম বয়সের মেয়েদের লিপস্টিক না ব্যবহার করা ভালো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত