পারফিউম ধরে রাখুন দীর্ঘক্ষণ

প্রকাশ : ০২ জুন ২০১৬, ২০:০২

জাগরণীয়া ডেস্ক

গরমে পারফিউম না ব্যবহার না করলে আপনাকে যে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হবে তা নিশ্চিত করেই বলা যায়। তবে শুধু পারফিউম ব্যবহার করলেই চলবেনা। এমনভাবে ব্যবহার করতে হবে যেন তা আপনাকে দীর্ঘক্ষণ সঙ্গ দেয়।

দীর্ঘক্ষণ পারফিউমকে সঙ্গী রাখার জন্য কিছু টিপস
১. গোসলের পর পারফিউম প্রয়োগের সবচেয়ে উপযুক্ত সময়।

২. শরীরের যেইসব স্থানে আপনি পারফিউম প্রয়োগ করবেন সেই স্থানগুলো অবশ্যই আর্দ্র হতে হবে। এজন্য ঐ স্থানগুলোতে ভালভাবে ময়শ্চারাইজার বা লোশন দিন।

৩. যদি আপনি ফুলের সৌরভের পারফিউম ব্যবহার করতে চান তাহলে সাবান আর লোশনও ফুলের সৌরভের হতে হবে। নইলে একটি আরেকটির ঘ্রানকে কমিয়ে দিবে।

৪. এমন স্থান গুলোতে পারফিউম প্রয়োগ করুন যেখানে রক্ত চলাচল বেশি। যেমন: গলা, হাতের কব্জি, কানের পেছনে, বুকে, হাতের কুনুই, হাটুর পেছন দিকে ইত্যাদি।

৫. আপনার পারফিউম যতো তীব্র হবে ততো দূর থেকে তা প্রয়োগ করতে হবে। তবে মোটামুটি ৫-৬ ইঞ্চি দূর থেকে প্রয়োগ করলে ভালো।

৬. পারফিউম প্রয়োগের পর সেই স্থান না শুকানো পর্যন্ত হাত দেবেন না। স্বাভাবিকভাবে তা শুকাতে দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত