ফ্রিজে রাখবেন যেসব প্রসাধনী

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:৪৭

জাগরণীয়া ডেস্ক

ড্রেসিং টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রসাধনীগুলো সঠিক যত্নআত্তির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে না তো? কিছু কিছু প্রসাধনী ফ্রিজে দীর্ঘদিন ভালো থাকে। আবার দৈনন্দিন ব্যবহারের প্রসাধনীও রাখতে পারেন ফ্রিজে।

জেনে নিন কোন কোন প্রসাধনী ফ্রিজে রাখা জরুরি-

- আই ক্রিম সবসময় ফ্রিজে সংরক্ষণ করবেন। ঠাণ্ডা ক্রিম চোখের ফোলা ভাব কমিয়ে দেয় দ্রুত।

- লিপস্টিক ফ্রিজে রাখতে পারেন। ঠোঁটে থাকবে দীর্ঘক্ষণ।

- সানস্ক্রিন লোশন দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখুন। 

- মাস্কারা ফ্রিজে রাখলে ভালো থাকে অনেকদিন। ৩ মাস পর পর মাস্কারার বোতল খুলে নেড়েচেড়ে রাখবেন অবশ্যই।

- সুগন্ধি ফ্রিজে রাখুন। অন্ধকার এবং ঠাণ্ডা স্থানে এটি সুরক্ষিত থাকবে দীর্ঘদিন।

- ঠাণ্ডা টোনার কাজ করে দ্রুত। তাই টোনার সবসময় ফ্রিজে রাখা ভালো।

- প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন প্রসাধনী ফ্রিজে রাখবেন।

- রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহৃত হয় প্রায় সময়ই। অ্যালোভেরা ফ্রিজে সংরক্ষণ করুন। ঠাণ্ডা জেল যেমন দ্রুত কাজ করবে, তেমনি ভালোও থাকবে অনেক দিন পর্যন্ত।

- নেইল পলিশ যত্নে রাখতে চাইলে ফ্রিজের বিকল্প নেই। ফ্রিজে রাখলে এটি সহজে শুকাবে না, রংও থাকবে অটুট।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত