দাঁতের হলুদ দাগ দূর করুন এক মিনিটেই

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৫

জাগরণীয়া ডেস্ক

অনেকেরই দাঁতে হলদেটে প্রলেপ পড়ে, যা নিয়ে অস্বস্তিতে থাকতে হয়। বিব্রত হতে হয় হারহামেশা। আড্ডায় কিংবা অফিসের মিটিংএ মনখুলে কথা বলতে বিব্রত লাগে দাঁতের হলদেটে দাগের জন্য। 

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রয়েছে হলুদ দাঁত সাদা করার বিভিন্ন উপায়। কিন্তু সে পথে সময় ও অর্থ খরচ বেশি হয়। আসুন জেনে নেই এক মিনিটে দাঁতের হলুদভাব দূর করার কৌশল।

অ্যাকাডেমি অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ টরোন্টো’র গবেষকরা বলছেন, একটি গ্লাসের এক চতুর্থাংশ ভর্তি করুন ভিনিগার দিয়ে। সবচেয়ে ভাল হয় যদি অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। বাকিটুকু ভরে নিন পানীয় জল দিয়ে। এবার ওই মিশ্রণ দিয়ে মিনিট খানেক কুলকুচি করুন। তারপর স্বাভাবিকভাবে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন। দেখবেন দাঁতের হলুদভাব দূর হয়ে গেছে অনেকটাই। পরপর কয়েক দিন এই কৌশলের প্রয়োগে অবিশ্বাস্য ফল পাবেন।

কিন্তু এই মিশ্রণ ব্যবহারের ক্ষেত্রে কোনওভাবেই পানি না মিশিয়ে সরাসরি ভিনিগার মুখে দেবেন না।

এই ঘরোয়া মিশ্রণে এক মিনিটের কুলকুচি। দাঁত মুক্তোর মতো সাদা হবে তাতেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত