মেছতা-ব্রণ দূর করতে নারকেলের তেল

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৬, ১৮:৪৩

জাগরণীয়া ডেস্ক

নারকেল তেল চুলে ব্যবহৃত হলেও ত্বকের জন্য এর কার্যকারিত অনেক। ত্বকের কালচে ভাব, মেছতা, ব্রণ ও অ্যালার্জি দূর করতে নারকেল তেলের ফেসওয়াশ ব্যবহার করা যেতে পারে।

উপকরণ: 

দুই টেবিল চামচ নারকেল তেল, দুই-তিন ফোঁটা চা-গাছের তেল, দুই ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ও এক টেবিল চামচ মধু (যদি থাকে)।

ব্যবহার বিধি: 

প্রথমে সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে নাড়িয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। কয়েক ফোঁটা লেবুর রস দেয়া যেতে পারে (ত্বক তৈলাক্ত হলে)। ভেজা মুখে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। প্যাকটি শুধু ত্বকই পরিষ্কার করবে তা নয়, পাশাপাশি ত্বকের দাগ ও কালচেভাবসহ নানা সমস্যা দূর করতে সাহায্য করবে।

উল্লেখ্য, মিশ্রণটি যদি বেশি তৈলাক্ত মনে হয় তাহলে কয়েক ফোঁটা লেবুর রস মেশানো যেতে পারে। ভালো ফলাফলের জন্য এই ফেসওয়াশ সপ্তাহে অন্তত তিন-চারবার লাগাতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত