সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে করণীয়

প্রকাশ : ০২ জুন ২০১৮, ২৩:০৯

জাগরণীয়া ডেস্ক

বেশিরভাগ ক্ষেত্রেই সুগন্ধি ব্যবহারের কিছু সময় পরই দেখা যায় ঘ্রাণ মিলিয়ে যায়। অনেক মূল্যবান পারফিউমের ক্ষেত্রেও তা হতে পারে। সাজসজ্জা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সুগন্ধি সঠিকভাবে ব্যবহারের উপায় সম্পর্কে কিছু তথ্য দেয়া হলো-

আর্দ্র ত্বক সুগন্ধি ভালো ধরে রাখে। শাওয়ারের পর সুগন্ধি স্প্রে করা হলে তা দীর্ঘক্ষণ সুবাস ছড়ায়। তাই গোসলের পর যত তাড়াতাড়ি সম্ভব সুগন্ধি স্প্রে করুন।  প্রথমে ঘ্রাণহীন ময়েশ্চারাইজার ব্যবহার করে তার উপরে সুগন্ধি লাগান।

চুলে সুগন্ধি ধরে রাখার অসাধারণ ক্ষমতা আছে। সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে চুলে সামান্য স্প্রে করুন। বেশি স্প্রে করলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। 

ব্যবহারের পর অনেকেই দুহাতের কব্জি দিয়ে ঘষে দেয়। সুগন্ধি লাগিয়ে তা ঘষা দিলে এর গঠন ভেঙে যায়। ফলে সঠিক ঘ্রাণ পাওয়া যায় না।

শরীরের যেখানে যেখানে নাড়িরস্পন্দন পরীক্ষা করা যায় সেসব জায়গায় সুগন্ধি ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ থাকে। এসব স্থান আবৃত থাকায় ধীরে ধীরে ঘ্রাণ ছড়াতে সাহায্য করে। যেমন-কব্জির ভেতরের অংশে, কানের পেছনের অংশে, বুকের মাঝ বরাবর, মধ্যচ্ছদা, হাঁটুর পেছনের অংশে, কনুইয়ে ভাঁজে, গোড়ালিতে সুগন্ধি ব্যবহার করুন। 

অন্যান্য প্রসাধনীর মতো সুগন্ধি ঝাঁকিয়ে ব্যবহার করবেন না। এটা দ্রুত বাতাসে মিলিয়ে যেয়ে ঘ্রাণও দুর্বল করে দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত