লিপস্টিক ব্যবহারের টুকিটাকি

প্রকাশ : ৩০ মার্চ ২০১৮, ১৮:১৭

জাগরণীয়া ডেস্ক

সৌন্দর্যের এক অনন্য অংশ লিপস্টিক। মেকআপ আর ফ্যাশন অনুযায়ি আধুনিক নারীরা তাদের পছন্দমত লিপস্টিকটি বেছে নেন সময়ে সময়ে। লিপস্টিকের আছে একই সাথে উপকারী আর অপকারী দিক।

মুখের সৌন্দর্য বাড়ানো পাশাপাশি ভালো মানের লিপস্টিক ঠোঁটের সুরক্ষা করে, আর্দ্রতা রক্ষা করে। কিছু কিছু লিপস্টিক সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকেও ঠোঁটকে রক্ষা করে।

অপরদিকে, অতিরিক্ত লিপস্টিক ব্যবহারে ঠোঁটের চামড়ার ক্ষতি হয়। ক্ষেত্র বিশেষে ঠোঁট তার নিজ রঙ এবং স্বাভাবিকতা হারায়। লিপস্টিকে ব্যবহৃত ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম শারীরিক ক্ষতির ঝুঁকি বাড়ায়।

লিপস্টিক ব্যবহারের টিপস

ঠোঁটে নিয়মিত লিপবাম ব্যবহার করুন। লিপস্টিকের উপরেও লিপবামের একটি প্রলেপ যোগ করবে বাড়তি সৌন্দর্য।

লিপস্টিক ব্যবহারের পূর্বে অবশ্যই ঠোঁটে ভেসলিন বা লিপবাম ব্যবহার করুন। এতে ঠোঁটের চামড়া নরম থাকবে।

রাতে কখনই লিপস্টিক না তুলে ঘুমাতে যাবেন না। তাহলে রাতে ঠোঁট তার প্রয়োজনীয় আর্দ্রতা হারাবে।

লিপস্টিক তোলার সময় টিস্যু ব্যবহার করুন। এতে ঠোঁটের কোনোরকম ক্ষতি ছাড়াই লিপস্টিক উঠে আসবে।

লিপস্টিক থেকে সঠিক রঙ পেতে এবং একই সাথে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে প্রথমে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দুই ঠোঁটের মাঝে টিস্যু চেপে ধরুন। তারপর আবার লিপস্টিক ব্যবহার করুন। 

সূত্র: ইন্টারনেট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত