ঘরোয়া পদ্ধতিতে জুতা হোক চকচকে

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬

অনলাইন ডেস্ক

চামড়া হোক অথবা প্লাস্টিক, ব্র্যান্ড কিংবা নন ব্র্যান্ড জুতা-দাগ জুতায় লাগবেই। আর তাতেই জুতা হারায় তার ঔজ্জলতা আর আমরা ফেলে দিই তাকে বাতিলের খাতায়। তবুও কিছু প্রিয় জুতা থেকে যায় যেগুলো সযতনে নিজের কাছে রাখতে চাই। তাই ঘরোয়া পদ্ধতিতে জুতা উজ্জলতা বাড়াতে কিছু করণীয় আছে যা জেনে রাখা ভালো-

ভেসলিন ব্যবহার
কালো রঙের জুতার জন্য সবচেয়ে ভালো ভেসলিন। কালো জুতার দাগের জায়গায় অল্প পরিমাণে ভেসলিন লাগিয়ে ঘষে নিন৷ কিছুক্ষণ পরেই দেখবেন জুতা হয়ে উঠেছে চকচকে। 

হেয়ার কন্ডিশনার
চামড়ার জুতায় পলিশের বদলে ভালো হয় হেয়ার কন্ডিশনার। নরম কোনও কাপড়ে অল্প পরিমাণ হেয়ার কন্ডিশনার নিয়ে হালকা করে ঘষে নিন আর দেখুন চমক!

ম্যাজিক ইরেসার
স্নিকার জুতার দাগ দূর করুন পেনের কালি তোলার জন্য ব্যবহৃত ম্যাজিক ইরেসার দিয়ে।

ইরেসার
সুয়েড জুতার থেকে দাগ-ছোপ তোলার জন্য পেনসিল ইরেসার ব্যবহার করুন৷ অবশ্যই সাদা রঙের ইরেসার ব্যবহার করবেন।

অলিভ অয়েল
অল্প অলিভ অয়েল দিয়ে ঘষে রাবারের বুটের ওপর ধুলো জমে সাদা দাগ দূর করুন সহজেই।

টিপস-
জুতা নোংরা হওয়ার জন্য অপেক্ষা না করে পালিশ করুন।
প্রতিদিনের জুতা ব্যবহারের পর বাসায় ফিরেই ব্রাশ করে রাখুন, জুতা বেশিদিন টিকবে।
জুতা বাইরে না রেখে কাগজে মুড়িয়ে তাকে তুলে রাখুন।