কফির গুড়োর ঘরোয়া ব্যবহার

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:০৫ | আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:১১

অনলাইন ডেস্ক

শীত শীত ভাব আর কফির কাপে চুমুক। কফির এই পরিচিত এই দৃশ্যের বাইরেও কফির গুড়োকে কাজে লাগাতে পারেন ঘরের নানা কাজে। 

খাবার পুড়ে বাসনের তলায় লেগে গেলে সহজে এসব পোড়া খাবার উঠানো যায় না। উঠতে না চাইলে আগে কফির গুঁড়ো সেই অংশে ভালো করে ঘষে দিন। এরপর ডিশ ওয়াশিং সাবান স্ক্রাবারে নিয়ে ভালো করে ঘষে তুলে ফেলুন।

ফ্রিজের দুর্গন্ধ সরাতে একটু কফির গুড়ো ফ্রিজের এক কোণে রেখে দিতে পারেন।

গাছের গোঁড়া থেকে একটু দূরে টবের চারধারে ছড়িয়ে দিন কফির গুঁড়ো এবং মাটির সাথে মিশিয়ে দিন ভালো করে। এতে টবে অতিরিক্ত পানি জমে যাওয়া রোধ হবে। সার হিসেবেও কাজ করবে।