বেশি সময় এসি কক্ষে থাকা ভাল নয়

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ২০:৪৯

জাগরণীয়া ডেস্ক

এসি ভাল লাগে ঠিকই। কিন্তু এসিতে বেশিক্ষণ থাকা একেবারেই ভাল নয়। বেশিক্ষণ এসিতে থাকলে নানা রকমের দুরারোগ্য অসুখে আক্রান্ত হতে পারেন।

চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হতে পারেন মাইগ্রেনের মতো দীর্ঘমেয়াদি অসুখে। তাছাড়া হতে পারে শিরদাঁড়ার সমস্যাও। কনকনে ঠাণ্ডায় সর্দি-কাশির সমস্যা ও ফুসফুসে সংক্রমণের আশঙ্কা তো থাকেই, এমনকি ‘ব্যাক পেইন’ বা ‘স্লিপ ডিস্কে’র মতো সমস্যাও হতে পারে।

তাই, খুব গরমে যখন হাঁসফাঁস করছেন, তখনও বেশিক্ষণ থাকবেন না এসিতে। কিছুক্ষণ পর পরই এসি বন্ধ করে দেবেন।

সূ্ত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত