অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ

প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৩:৫৭

জাগরণীয়া ডেস্ক

এবার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে মূল প্রশ্নের সঙ্গে কথিত ফাঁস হওয়া প্রশ্নের মিলিয়ে অভিযোগের সত্য-মিথ্যা যাচাই করা যাবে। এর আগে গত ২১ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল।

১৯ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে বাছাইপর্বের নিয়োগ পরীক্ষা। সকাল ও বিকেল—দুই ভাগের এই পরীক্ষায় ২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

১৮ মে (বৃহস্পতিবার রাত) থেকেই অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একাধিক পরীক্ষার্থী এই অভিযোগ, তারা হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র দেখেছেন। আবার শুধু উত্তরও পাওয়া গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে এই প্রশ্নপত্র ও উত্তর বিনিময় করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত