জাবিতে বিনা বিজ্ঞপ্তিতে ৩৩ জনের নিয়োগ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:৫২

জাগরণীয়া ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিয়ম বহির্ভূতভাবে নব নির্মিত ফজিলাতুন্নেছা মুজিব হলে বিজ্ঞপ্তি ছাড়াই ৩৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগে অর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ উঠেছে হলটির প্রভোষ্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার বিরুদ্ধে।

তিনি ১০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছেন বলে জানা যায়। এ নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে নিয়োগ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারাজানা ইসলামকে স্মারকলিপি দিয়েছেন জাতীয়বাদী শিক্ষক ফোরাম। প্রায় ৬০ জন শিক্ষক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দুই মেয়াদে ১৮টি পদে মাস্টার রোল ভিত্তিতে নিয়োগ দেওয়ার অনুমতি দেন।

এই পরিপ্রেক্ষিতে প্রশাসন গত ২৯ জানুয়ারি মাস্টাররোল ভিত্তিতে সহকারী হল সুপারিনটিনডেন্ট (মহিলা) পদে একটি, হিসাবরক্ষক পদে একটি ও নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে একটি এবং ২৪ জানুয়ারি গার্ড পদে দুইজন, হল অ্যাটেনডেন্ট পদে একটি, ক্লিনার (মহিলা) পদে দুইজন, সুইপার (মহিলা) পদে দুইজনসহ মোট ১০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

কিন্তু ১০টি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নিয়োগ দেওয়া হয়েছে মোট ৩৩ জনকে। ৩৩টি পদের মধ্যে মাস্টাররোল ভিত্তিতে তৃতীয় শ্রেণির কর্মচারী পদে ৩ জন এবং চতুর্থ শ্রেণির ৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণির পদে ২২ জনকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এদেরকে পর্যায়ক্রমে স্থায়ী করা হবে বলে জানা গেছে।

জানা যায়, ওই হলে ৫৫ জনকে নিয়োগের জন্য ইউজিসির কাছে সুপারিশ পাঠায় প্রশাসন। কিন্তু ইউজিসি তা অনুমোদন করেনি।

এ নিয়োগের পর থেকে বিশ্বদ্যিালয় রেজিস্ট্রার ও প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করা হলে নিয়োগের সংখ্যা নিয়ে তারা একে অপরের উপর দোষ চাপান। তারা কেউই নিয়োগের আসল সংখ্যা স্বীকার করতে চাননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক তপন কুমার সাহা বলেন, যে সংখ্যক পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় কম হওয়ায় বেশি নিয়োগ দেওয়া হয়েছে। ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়োগ কমিটি এ নিয়োগ অনুমোদন করেছে। এ নিয়ে একটি মহল ষড়যন্ত্র ও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত