২৫ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১১:১৩

জাগরণীয়া ডেস্ক

২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার। ১২ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৫ তম (অধিবর্ষে ১১৬ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
 
ঘটনাবলি
১৭৯২ - প্যারিতে সর্বপ্রথম গিলেটিন স্থাপিত হয়।
১৮৫৯ - ঐতিহাসিক সুয়েজ খাল খনন শুরু হয়।
১৯০১ - যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে নিউইয়র্কে আটোমোবাইল প্লেট চালু হয়।
১৯৬৬ - ভয়াবহ ভূমিকম্পে তাসখন্দ শহর বিধ্বস্ত হয়।
১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত।
 
জন্ম
১৫৯৯ - ইংরেজ রাষ্ট্রনায়ক, সৈনিক, ও বিপ্লবী অলিভার ক্রমওয়েল।
১৮৭৪ - বেতার টেলিগ্রাফের আবিষ্কারক গুগলিয়েলমো মাকর্নি।
১৯০০ - উলফগ্যাং পলি, অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী।
১৯২১ - ডাচ চিত্রকর ক্যারল অ্যাপল।
১৯২৮ - আমেরিকান চিত্রশিল্পী ও ভাস্কর সাই টম্বলি।
১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৪৫২ - ইতালীয় শিল্পী ও স্থপতি লিওনার্দো দ্যা ভিঞ্চির জন্ম।
 
মৃত্যু
১৭৭৪ - সেন্টিগ্রেড থার্মোমিটারের সুইডিস আবিস্কারক সেলসিয়াসের মৃত্যু।
 
দিবস ও অন্যান্য
বিশ্ব ম্যালেরিয়া দিবস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত