২৩ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১১:৫৮

জাগরণীয়া ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৭,শনিবার। ০৯ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৩ তম (অধিবর্ষে ১১৪ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৬১ - ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে ২য় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৮২৬ - তুর্কিরা সিসোলাস্টি দখল করে নেয়।
১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্তবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সেদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্টিত হয়।
১৯৬১ - ১৯৪০ এর দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গ্যল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভুত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।
১৯৬৮ - নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয়, এবং  বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।
১৯৭৭ - সংবিধান পঞ্চম সংশোধন।

জন্ম
১৭৯১ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, অন্যতম সেরা জার্মান পদার্থবিজ্ঞানী।
১৮৫৮ - অভিনেতা লী মেজরস।

মৃত্যু
১৬১৬ - কবি ও নাট্যকার শেক্সপিয়ার।
১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।
১৮৫০ - কবি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ।
১৯৯২ - সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত