ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৭, ১২:৫৭

জাগরণীয়া ডেস্ক

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তালনের মাধমে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়েছে। 

১৭ এপ্রিল (সোমবার) সকালে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক পরিমল সিংহ পতাকা উত্তোলন করেন। এ সময় মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে জাতীয় নেতৃবৃন্দরা মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ হাসিনা মঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে।

মুজিবনগর উদযাপন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। জনসভাকে ঘিরে মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এমপি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত