১৬ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৭, ১১:০৪

জাগরণীয়া ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৭, রবিবার। ৩ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৬ তম (অধিবর্ষে ১০৭ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৫৩ - ভারতের বোম্বেতে (মুম্বাই) প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৯১২ - হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে উড়োজাহাজে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে।
২০০১ - ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।

জন্ম
১৮৬৭ - উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইট। 
১৮৮৯ - ইংরেজ চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিন। 
১৯২৭ - পোপ ষোড়শ বেনেডিক্ট।
১৯৭৮ - ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ লারা দত্ত।

মৃত্যু
১৮৫০ - ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।
১৯১৬ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯২৮ - পাভেল আক্সেলরদ, একজন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।
১৯৫১ - অদ্বৈত মল্লবর্মণ, বাঙালি ঔপন্যাসিক।
১৯৫৮ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ।
১৯৬২ - বাঙালি রাজনীতিবিদ ও কৃষক আন্দোলন নেতা খান বাহাদুর হাশেম আলী খান।
১৯৭১ - সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ।
১৯৮৮ - খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত