১৪ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৭, ১৩:৩৭

জাগরণীয়া ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৭, শুক্রবার। ১ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৪ তম (অধিবর্ষে ১০৫ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৫৯ - দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গবেজ ও দারাশিকোহর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।
১৮২৮ - ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।
১৮৯০ - প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয় ।
১৯৪৪ - বম্বের (বর্তমানে মুম্বাই) ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ র্ভতি জাহাজে বিস্ফোরণ, ১২ শতাধিক লোকের মৃত্যু।
১৯৫৮ - অরুণা আসফ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত।
১৯৬১ - কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয় ।
১৯৭৫ - বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।
১৯৮৬ - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।
১৯৮৮ - আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে ।
২০০২ - ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার নেন।

জন্ম
১৮৮৯ - ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবি।
১৮৯১ -ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ এবং দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ভীমরাও রামজি আম্বেডকর।
১৯০৭ - ভারতের কিংবদন্তি কমিউনিস্ট নেতা পিসি যোশী।

মৃত্যু
১৮৬৫ - যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন। 
১৬৮০ - মারাঠা নেতা ছত্রপতি শিবাজীর মৃত্যু।
১৯৩০ - বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কির মৃত্যু।
১৯৮৬ - ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ারের মৃত্যু।

ছুটি ও অন্যান্য
পহেলা বৈশাখ (বাংলাদেশ)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত