১৩ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৭, ১২:৪৯

অনলাইন ডেস্ক
গুন্টার গ্রাস

১৩ এপ্রিল, ২০১৭, বৃহস্পতিবার। ৩০ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৩ তম (অধিবর্ষে ১০৪ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত।
১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।
১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।
১৯৭৫ - বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।
১৯৯৭ - আইসিসি ট্রফিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
 
জন্ম
১৭৪৩ - টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।
১৯১৩ - শেমাস্‌ হীনি, ১৯৯৫ খ্রীস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক।
১৯৬৩ - গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
১৯৪১ - নোবেলজয়ী (১৯৮৫) মার্কিন জীববিজ্ঞানী মাইকেল স্টুয়ার্ট ব্রাউন।
 
মৃত্যু
২০১৫ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার গুন্টার গ্রাস।