৯ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৭, ১১:০৫

জাগরণীয়া ডেস্ক
ভারতীয় অভিনেত্রী জয়া বচ্চন। তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী

আজ ৯ এপ্রিল, ২০১৭, রবিবার। ২৬ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৯ তম (অধিবর্ষে ১০০ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৪১৩- পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত।
১৪৪০- ডেনমার্কের রাজা হন ক্রিস্টোফার।
১৮৭২- গুঁড়ো দুধ পেটেন্ট স্যামুয়েল আর পার্সির।
১৯৪০- জার্মান বাহিনীর নরওয়ে ও ডেনমার্ক আক্রমণ।
১৯৬৫- ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু।
১৯৭৪- দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি সাক্ষর।
১৯৯১- সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে জর্জিয়ার ভোট।

জন্ম
১৮২১- ফরাসি কবি শার্ল বোদলেয়ার।
১৯২৫- শিশু সংগঠক ও সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাই। 
১৯২৬- মার্কিন প্রকাশক এবং প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক হিউ হেফনার।
১৯৪৮- ভারতীয় অভিনেত্রী জয়া বচ্চন। তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী।

মৃত্যু
১৬১৬- ইংরেজ লেখক ও দার্শনিক ফ্রান্সিস বেকন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত