৬ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৩

জাগরণীয়া ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০১৮, বৃহস্পতিবার। ২২ ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৯ তম (অধিবর্ষে ২৫০ তম) দিন। বছর শেষ হতে আরো ১১৬ দিন বাকি রয়েছে। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৪৯২ - দিনে কলম্বাসের নৌবহর ক্যানারি দ্বীপপুঞ্জ ত্যাগ করে।
১৬৫৭  - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পারিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৬৮৮  - অস্ট্রিয়ার সেনাবাহিনী বেলগ্রেড দখল করে নেয়।
১৭১৬  - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮  - অবিভক্ত বাংলা তথা ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে।
১৮৩৯  - নিউ ইয়র্কে বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
১৮৭৯  - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০  - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫  - আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯২৪  - মুসোলিনির ওপর আত্মঘাতী হামলা ব্যর্থ হয়।
১৯২৭  - ভারতের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
১৯৩৯  - জার্মানি প্রথম ব্রিটেনে বিমান হামলা করে।
১৯৪০  - যুবরাজ মাইকেল রোমানিয়ার রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯৬৫  - পাক-ভারত সীমান্তে মাসব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের পর ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করে। শুরু হয় প্রথম পাক-ভারত যুদ্ধ।
১৯৬৬  - দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী ভের ওয়ার্ড নিহত হন।
১৯৬৮  - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম
১৭৬৬ - রসায়নবিদ ও পদার্থবিদ জন ডাল্টনের জন্ম।
১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯১৩ – লিওনি দাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯১৮ - সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্র।
১৯৬৮ - ক্রিকেটার সাঈদ আনোয়ার।
১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু
১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯৫ - সলিল চৌধুরী, একজন ভারতীয় সঙ্গীত পরিচালক।
১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানী চলচ্চিত্র পরিচালক।

ছুটি ও অন্যান্য
ডায়াবেটিস সেবা দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত