২৭ মে: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৭:০৮

জাগরণীয়া ডেস্ক

২৭ মে ২০১৮, রবিবার। ১৩ জৈষ্ঠ্য, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৭ তম (অধিবর্ষে ১৪৮ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭০৩ - পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ (লেনিনগ্রাদ) শহরের পত্তন করেন।
১৭৬৭ - কলকাতায় প্রথম প্রটেস্ট্যান্ট গির্জা নির্মিত।
১৮৮৩ - তৃতীয় আলেকজান্ডার রাশিয়ার রাজা হন।
১৯১৯ - জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন।
১৯৫২ - ইউরোপীয় প্রতীরক্ষা গোষ্ঠী গঠিত হয়।
১৯৮৯ - মায়ানমারের সামরিক শাসকগোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মায়ানমার রাখে এবং রেঙ্গুনের নাম পালটে রাখে ইয়াঙ্গুন।

জন্ম
১৮৫২ - ইংরেজ ক্রিকেটার বিলি বার্নস।

মৃত্যু
১৯১০ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী রবার্ট কখ।
১৯৬৪ - ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত