পালাগানের উৎসবে মাতলো শিল্পকলা প্রাঙ্গন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৮, ২১:২৪

জাগরণীয়া ডেস্ক

আবহমান বাংলা সংস্কৃতির এক অনন্য উপকরণ পালাগান। ঢোলের তালে তালে বিশেষ এক নাচের মাধ্যমে গানের সুরে সুরে কাহিনী বর্ণনা করাই মূলত পালাগানের মূল আকর্ষণ।

১৪ এপ্রিল (শনিবার) শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হয় এ পালাগানের উৎসব। গানের দলনেতা উচ্চস্বরে গান ধরেন, সঙ্গে তাল মেলান আরও দুজন সহযোগি। সেই সাথে আরও কয়েকজন মেয়ে সেজে বিশেষ ভঙ্গিমায় নাচতে থাকেন। ঢোলের তাল যত বাড়ে, নাচও তত জমজমাট হয়। এদিকে আকাশ জুড়ে তখন মেঘের আনাগোনা। আসর যত জমতে থাকে, বৃষ্টির আভাস তত বাড়তে থাকে। তবুও দর্শকরা বিশৃঙ্খল না হয়ে উপভোগ করছিলেন লোকগান। শিল্পীরাও সব উপেক্ষা করে চালিয়ে যাচ্ছিলেন তাদের পরিবেশনা। প্রবীনরা সেখানে নিজেরদের অভিজ্ঞতার কথা দর্শক সারিতে বলে যাচ্ছিলেন। তরুণরা ঐতিহ্যের স্বাদ নেয়ার চেষ্টা করছিলেন।

বিকেল পাঁচটার দিকে বৃষ্টির বেগ বাড়লে দর্শকদের ছুটাছুটি শুরু হয়। শিল্পীরাও বিদায় নেন প্রাঙ্গন থেকে।

দর্শকদের প্রতিক্রিয়া জিজ্ঞেস করতে অনেকেই বললেন, বর্তমানে গানের অনুষ্ঠানে যে বিরক্তিকর পরিবেশ সেক্ষেত্রে এসব পরিবেশনা সত্যিই আনন্দদায়ক। বৃষ্টি না হলে আরও উপভোগ করা যেত। তবে যতটুক সময় ছিল বেশ উপভোগ্য ছিল। অনেকেই সংস্কৃতির এ আধারকে পৃষ্ঠপোষকতার আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত