২৫ মার্চ: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৫ মার্চ ২০১৮, ১৪:৪১

জাগরণীয়া ডেস্ক

২৫ মার্চ ২০১৮, রবিবার। ১০ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৪ তম (অধিবর্ষে ৮৫ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫৭০ - পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন।
১৬৩৪ - মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে।
১৮০৭ - ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে।
১৮৬২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৮৯৫ - ইতালিয়ান বাহিনী আবিসিনিয়া (ইথিওপিয়া) দখল করে নেয়।
১৯৬১ - ব্রিটিশদের কাছ থেকে কুয়েত স্বাধীনতা লাভ করে।
১৯৭১ - পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকাসহ সারাদেশে বাঙালিদের ওপর পূর্বপরিকল্পিত গণহত্যা শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ গণহত্যাযজ্ঞের নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’। 
১৯৮৬ –বিশ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা ফিলিপাইনের শাসক মার্কোস গণঅভ্যুত্থানে পদচ্যুত হন।

জন্ম
১৯১৪ - নরম্যান বোরল্যাগ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মার্কিন কৃষি বিজ্ঞানী।
১৯২০ - পল স্কট, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯৪৭ - স্যার এলটন জন, ব্রিটিশ গায়ক, গীতিকার ও পিয়ানো বাদক।
১৯৬৫ - সারাহ জেসিকা পার্কার, মার্কিন অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

মৃত্যু
১৫৮৬ – বীরবল, সম্রাট আকবরের সভাকবি।
১৭৫৪ - উইলিয়াম হ্যামিলটন, ব্রিটিশ কবি।
১৮০১ - নোভালিশ, জার্মান কবি ও লেখক।
১৯১৪ - ফ্রেডেরিক মিস্ত্রাল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক।

ছুটি ও অন্যান্য
১৯৭১-এর গণহত্যার রাত্রি, গণহত্যা দিবস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত