রাবিতে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৫

জাগরণীয়া ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী বাঙ্গালীয়ানা পিঠা উৎসব শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান।

উৎসবে বিভাগের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের বানানো পিঠার ২১টি স্টল দেওয়া হয়। যেখানে হৃদয়হরণ, সাগুদানার পিঠা, পাতা পিঠা, তারা পিঠা, শাহী মটর লাড্ডু, সুজির পিঠা, রঙিন পাটিসাপটা, দুধ গোলাপ পিঠা, সবজি পাকুরা, জামাই সোহাগী পিঠা, মালপোয়া, রসুন পিঠা নামের বাহারী রকমের বাঙ্গালী পিঠা দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্টলগুলো ঘুরে দেখছে এবং পছন্দমতো পিঠা ক্রয় করে খাচ্ছেন। এছাড়া এদিন বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ, জারি সারি গান, নৃত্য প্রদর্শন, গম্ভিরা পাঠ করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পিঠা উৎসব চলবে। এ আয়োজনে অনলাইন পোর্টাল স্টুডেন্ট জার্নাল মিডিয়া পার্টনার ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত