১৫ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ১৯:২৯

জাগরণীয়া ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৮, সোমবার। ০২ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫ তম (অধিবর্ষে ১৬ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৫৯ - লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।
১৭৮৪ - স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৩৯ - সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
১৮৭৩ - বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটার উদ্বোধন করা হয়।
১৮৭৮ - লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
১৯১২ - ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
১৯২২- সালের এই দিনে নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
১৯৩৪ - বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯৬০ - নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসন ক্ষমতা হাতে তুলে নেন।
১৯৭৮ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
১৯৯৭ - ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ‘হেবরন চুক্তি’ স্বাক্ষরিত হয়।
২০০১ – ওয়েব ভিত্তিক, বহুভাষিক, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

জন্ম
১৭৯১ - ফ্রানজ গ্রিল্পারযের, অস্ট্রিয়ান লেখক, কবি ও নাট্যকার।
১৭৯৫ - আলেকজান্ডার গ্রিবয়েডভ, রাশিয়ান নাট্যকার, সুরকার ও কবি।
১৮৩২ - গুস্তাভ আইফেল, আইফেল টাওয়ারের স্থপতি।
১৮৭২ - এরসেন কটসইয়েভ, রাশিয়ান লেখক।
১৯০৫ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক। বিশেষ করে শিশুসাহিত্যে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত।
১৯০৯ - কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নেওয়াজ।
১৯১৮ - মিশর প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের।
১৯২৯ - নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের কৃষাঙ্গ মার্টিন লুথার কিং।
১৯৩৮ - বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ফুটবলার ও ক্রিকেটার সুবিমল গোস্বামী।
১৯৬৮ - সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবি ও পরিবেশকর্মী।

মৃত্যু
০০৬৯ – গালবা, রোমান সম্রাট।
১৯১৯ - রোসা লুক্সেমবুর্গ, জার্মান অর্থনীতিবিদ, তাত্ত্বিক ও দার্শনিক।
১৯৫৫ - ইয়ভেস টানগুয়, ফরাসি চিত্রশিল্পী।
১৯৮৮ - সেয়ান ম্যাকব্রিডে, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি-আইরিশ রাজনীতিবিদ।
১৯৯৮ - গুলজারিলাল নন্দা, ভারতীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ।
২০০৪ - বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক মানিক সাহা।
২০০৯ - দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত