৩১ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৭, ২২:৩২

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৭, মঙ্গলবার। ১৬ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৪ তম (অধিবর্ষে ৩০৫ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 

ঘটনাবলি
১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি।
১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯৮৪ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন।
১৯৯২ - ৩৬০ বছর পর গ্যালিলিও গ্যালিলির মতবাদ রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে।

জন্ম
১৭৯৫ - জন কিটস, ব্রিটিশ কবি।
১৮২৮ - জোসেফ সোয়ান, ইংরেজ রসায়নবিদ ও বৈদ্যুতিক বাতির উদ্ভাবক।
১৮৭৫ - বল্লভভাই প্যাটেল, ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা।
১৮৮৭ - চিয়াং কাইশেক, চীনের রাষ্ট্রনায়ক।
১৯৪৪ - কিংকি ফ্রিডম্যান, মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।

মৃত্যু
১৯৭৫ – শচীন দেববর্মণ, উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার। 
১৯৮৪ - ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী।

ছুটি ও অন্যান্য
হ্যালোইন।