৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৭, ১৯:৪৮

জাগরণীয়া ডেস্ক

৮ অক্টোবর ২০১৭, রবিবার। ২৩ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮১ তম (অধিবর্ষে ২৮২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৯৩৯ - পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।
১৯৩২ - রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত।
১৯৮৯ - হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টি বিলুপ্ত ঘোষণা।
 
জন্ম
১৮২২ - মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ।
১৮৯২ - ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত। 
১৯১৭ - ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার।
১৯২৮ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৬৫ - জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।
 
মৃত্যু
১৮৬৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন পিয়ের্স।
২০১১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।
২০১৪ - ভাষাসৈনিক আবদুল মতিন।
২০১২ - বিদিত লাল দাস, বাংলাদেশী বাউল গায়ক ও সুরকার।

ছুটি ও অন্যান্য
বিশ্ব দৃষ্টি দিবস।
প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত