১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৮

জাগরণীয়া ডেস্ক

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে ২০০৭ সাল থেকে এই দিনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। 

দিবসটি উপলক্ষে প্রতি বছর জাতিসংঘের মহাসচিব বাণী দিয়ে থাকেন। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা, যেখানে প্রত্যেক নাগরিকের নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে। 

গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। 

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে। এখানে সর্বময় ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত সংসদের ওপরে ন্যস্ত থাকে। এই ব্যবস্থায় সরকার প্রধানের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত