১৭ আগস্ট: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৭, ১৪:৩৬

জাগরণীয়া ডেস্ক

১৭ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার। ২ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৯ তম (অধিবর্ষে ২৩০ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৩৬ - ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিয়ে নিবন্ধন শুরু। 
১৯৪৫ - হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে। 
১৯৪৭ - ভারত স্বাধীন হওয়ার পর সেদেশে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন ভারত ত্যাগ করে। 
১৯৬০ - আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীন হয়।
১৯৮২ - জার্মানিতে প্রথম কম্প্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।
১৯৮৭ - ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহযোগী রুডলফ হেস আত্মহত্যা করেন।
১৯৮৮ - পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক ও পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফ বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৯৯ - তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।
২০০৫ - বাংলাদেশের ৬৩টি জেলার তিনশোটি স্থানে প্রায় পাঁচশোটি হাতে তৈরি বোমা বিস্ফোরণ হয়।
২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল খেলা। 

জন্ম
১৬০১ - পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ।
১৯৩২ - বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর। 
১৯৪০ - শবনম, বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী।
১৯৪৩ - মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রবার্ট ডি নিরো। 
১৯৭২ - বাংলাদেশের ক্রিকেটার হাবিবুল বাশার। 

মৃত্যু
১৯৬৯ - অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৯৮৪ - চিন্ময় লাহিড়ী।
২০০৬ - শামসুর রাহমান, প্রখ্যাত বাংলাদেশী কবি।
২০০৬ - আনোয়ার পারভেজ, বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত