২৫ জুলাই: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৬:২২

জাগরণীয়া ডেস্ক

২৫ জুলাই ২০১৭, মঙ্গলবার। ১০ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৬ তম (অধিবর্ষে ২০৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫৮১ - হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৭৯৯ - আবুকিরের যুদ্ধে নেপোলিয়নের কাছে পরাস্ত হয় অটোম্যানরা।
১৮১৪ - জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
১৮৪৮ - অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪৩ - মুসোলিনিকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
১৯৫৭ - ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
১৯৭৮ - মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রুণ শিশুর জন্ম।

জন্ম
১৮৯২ - সাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়।
১৯০১ - মনোজ বসু, একজন ভারতীয় বাঙালী সাহিত্যিক।
১৯০৫ - নোবেলজয়ী বুলগেরিয়ান সাহিত্যিক ইলিয়াস কানেত্তি।
১৯২০ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ।
১৯৭৪ - রিফাত বিন সাত্তার গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।

মৃত্যু
২০১৪ - বিশিষ্ট সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এন মাহফুজা খাতুন বেবী মওদুদ।
২০১৪ - ইউকোচিং মারমা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে একমাত্র বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত