১৪ জুলাই: ইতিহাসের এই দিনে
প্রকাশ : ১৪ জুলাই ২০১৭, ১৫:০৯


১৪ জুলাই ২০১৭, শুক্রবার, ৩০ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৫ তম (অধিবর্ষে ১৯৬ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১২২৩ - অষ্টম লুই ফ্রান্সের রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৫৫৩ - সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন।
১৬৩৬ - সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।
১৭৮৯ - বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
১৭৯৯ - সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ‘ফিরিঙ্গি হুকুমত’-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখযুদ্ধে লিপ্ত হন।
১৮৬১ - বিশ্বের প্রথম মেশিনগান তৈরী করা হয়।
১৮৬৭ - আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯১৭ - ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা।
১৯২৭ - হাওয়াইতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয়।
১৯৩০ - বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।
১৯৪২ - কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে।
১৯৪৮ - ইসরায়েল কায়রোতে বোমা হামলা করে।
১৯১৮ - টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।
১৯৫৮ - জেনারেল আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৬৯ - এল সালভাদরের কাছে একটি ফুটবল ম্যাচে পারাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালাভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে।
১৯৭৩ - জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত।
১৯৮৪ - নিউজিল্যান্ডের নির্বাচনে ডিভিড লদীর নেতৃত্বে লেবার পার্টির জয়।
১৯৯৭ - কে আর নারায়ণ প্রথম অচ্ছুৎ সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত।
জন্ম
১৭৪৩ - রুশ কবি গ্যাবিব্রলা রোমানোভিচ দারজাভিন।
১৭৫৬ - ইংরেজ কবি টমাস রোলান্ডসন।
১৯০৩ - আমেরিকান লেখক আর্ভিং স্টোন।
১৯১৩ - জার্মান রাজনীতিবিদ ফ্রিৎজ আর্থার।
১৯১৩ - জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি।
১৯১৮ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।
মৃত্যু
১২২৩ - ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ।
১৯০৪ - নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গার।
১৯০৭ - রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিন।
১৯৫৪ - নোবেলজয়ী স্পেনীয় নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেসে।
১৯৭১ - রসায়নবিদ পুলিনবিহারী সরকার।
১৯৮৩ - তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাও।
১৯৮৫ - গণিতজ্ঞ, শিৰাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষ।
২০১২ - মাজহারুল ইসলাম বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম।
- আসিফা ধর্ষণের প্রতিবাদে অটোরিকশাচালকদের বিক্ষোভ
- রিজার্ভ ট্যাংকের পানিতে ডুবে নারীর মৃত্যু
- 'আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না'
- অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন ১০৬ বছরের আছিয়া
- বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণচেষ্টা: ৩ জনের রিমান্ড
- বনমালী তুমি পরজনমে হইও রাধা
- ‘গ্লোবাল উইমেনস’ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী
- শেখ হাসিনার প্রশংসায় মুখর নরেন্দ্র মোদি
- বাঁচানো গেল না কবরস্থানে ‘জেগে’ ওঠা শিশুটিকে
- প্রতিবাদের রাজনীতি
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ভারতে
- ৯ দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- বনমালী তুমি পরজনমে হইও রাধা
- হালদা’র মাছ বাঁচবে তো?
- সামির বিরুদ্ধে এবার অর্থপাচারের অভিযোগ হাসিনের
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা ৪ মে
- প্রতিবাদের রাজনীতি
- রোহিঙ্গা নির্যাতনের স্বাধীন তদন্ত চায় কমনওয়েলথ
- ‘বের করে দেওয়া’ ছাত্রীরা হলে ফিরেছেন: প্রভোস্ট