জীবাণু সরায় চুইংগাম

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ২০:২৬

জাগরণীয়া ডেস্ক

শুধু ১০ মিনিট চুইংগাম চিবালে মুখের প্রায় ১০ কোটি জীবাণু চলে যায়। সম্প্রতি নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানীর গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

প্লস ওয়ান জার্নালে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

নেদারল্যান্ডসের গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ওরাল ক্যাভিটি রোধে চমৎকার কাজ করে চুইংগাম।

এ গবেষণায় অংশ নেয়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচজন ছাত্রকে ৩০ সেকেন্ড থেকে ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন মেয়াদে চুইংগাম চিবানোর পর পরীক্ষার জন্য তাদের মুখের থুতু কাপে নেয়া হয়।

পরীক্ষায় দেখা গেছে, চিবানো প্রতিটি চুইংগামের সাহায্যে মুখের ভেতরের প্রায় ১০ কোটি জীবাণু বেরিয়ে এসেছে। যত বেশি সময় ধরে চিবানো হয়, তত বেশি জীবাণু দূর করে চুইংগাম।

গবেষকরা বলছেন, ৩০ সেকেন্ড চিবানোর পর যেকোনো চুয়াংগামের আঠালোভাব কমতে থাকে। এর মানে ইতোমধ্যে এতে কিছু জীবাণু আটকে গেছে।

তারা বলেছেন, চিবানোর পর ফেলে দেওয়া চুইংগাম ইলেক্ট্রন অণুবীক্ষণযন্ত্রে স্ক্যানিংয়ের পর এতে লেগে থাকা জীবাণুর প্রমাণ পাওয়া গেছে।

এর আগে অপর এক গবেষণায় দেখা গেছে, একেবারে নতুন টুথব্রাশ দিয়ে পেস্ট ছাড়া ব্রাশ করা হলে প্রায় ১০ কোটি জীবাণু চলে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত