ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৬, ১১:৫৮

জাগরণীয়া ডেস্ক

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে।

এবার ২ কোটির বেশি শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সারা দেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, টোলপ্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে বসানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া দুর্গম এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে আরো চার দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত