মাইগ্রেন থেকে রক্ষা পেতে করণীয়

প্রকাশ : ২১ জুন ২০১৭, ১৯:৪০

জাগরণীয়া ডেস্ক

মাইগ্রেন হলে তীব্র মাথা ব্যথা হয় যা সাধারণত মাথার একদিকে অথবা পিছনের দিকে অনুভূত হয়, তবে অনেক সময় চোখের চারপাশেও ব্যথা থাকতে পারে। এর সাথে প্রায় সময়ই বমি বমি ভাব থাকে, কোনো কোনো সময় চোখেও সবকিছু ঝাপসা দেখা যায়। মাইগ্রেন চক্রাকারে হতে থাকে অর্থাৎ একবার আসে আবার ভালো হয়ে যায় তারপর আবার আসে এবং এভাবে চলতেই থাকে।

বয়োঃসন্ধিতে প্রথম মাইগ্রেন হতে দেখা যায় এবং তা বার্ধক্য হবার আগ পর্যন্ত চলতে পারে। অনেক সময় জন্মনিয়ন্ত্রনের বড়ি বা বিশেষ কোনো খাবার খেলে মাইগ্রেন শুরু হয়, এগুলো মাইগ্রেন এর প্রেসিপিটেটিং ফ্যাক্টর (Precipitating factor) নামে পরিচিত।

নিউরোলজিস্ট (Neurologist) এর তত্ত্বাবধানে মাইগ্রেন এর চিকিৎসা করানো উচিত। মাইগ্রেইন হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে মাথা ব্যথা কমতে পারে। মাইগ্রেন রোগীর উত্তেজনা নিয়ন্ত্রন করতে হবে সেই সাথে প্রেসিপিটেটিং ফ্যাক্টর পরিহার করতে হবে। ব্যথা খুব বেশি হলে নিউরোলজিস্টগণ প্রপানলল, এমিট্রিপ্টাইলিন, মেথিসারজাইড ইত্যাদি ওষুধ ব্যবহার করে থাকেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত