দূরে থাক ত্বকের অসুখ

প্রকাশ : ১২ জুন ২০১৬, ০৩:৪৮

জাগরণীয়া ডেস্ক

বৃষ্টির দিনের অসুখের মধ্যে ত্বক বা স্কিনের বেশ কিছু অসুখ রয়েছে। যেমন খোসপাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন, প্যারনাইকিয়া (নখের কোনা পেকে যাওয়া), স্ক্যাবিজ (খুজলি), সামার বয়েল (বিষফোঁড়া) ইত্যাদি।

সতর্কতা হিসেবে যা করতে হবে

* পরিষ্কার-পরিচ্ছন্ন ও শুকনো থাকতে হবে। নিজে শুকনো থাকলেই হবে না, কাপড় শুকনো রাখতে হবে।
* কোনো অবস্থায়ই বৃষ্টিতে ভেজা ও ঘামে ভেজা কাপড় শরীরে দীর্ঘক্ষণ রাখা যাবে না। প্রতিদিন অন্তত দুবার গোসল করতে হবে।
* জীবাণুনাশক সাবান ও শ্যাম্পু ব্যবহার করতে হবে।
* খোসপাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে নোংরা পানি, বন্যা ও আবদ্ধ পানিতে চলাচল থেকে বিরত থাকতে হবে। একান্তই যদি চলাচল করতে হয়, তবে বাড়িতে ফিরে অবশ্যই অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান দিয়ে গোসল করতে হবে। তার পরও যদি এ রোগগুলো দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত